ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপি নেতাদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হাজীগঞ্জে বিএনপি নেতাদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার-এ প্রকাশিত অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন এবং পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান একযোগে বলেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন ‘মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

মিজানুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। প্রতিপক্ষরা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে। আমরা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ফয়সাল হোসাইন ও সাইফুল হাসানও একই অভিযোগ তুলে ধরে বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষরা বারবার মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা প্রশাসন ও গণমাধ্যমকে এ ধরনের অপপ্রচার রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতা মিজানুর রহমান সেলিম আরও বলেন, বনফুল ক্লাবের পাশের জমি তিনি প্রকৃত মালিকের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেছেন। এর সঙ্গে কোনো অনিয়ম জড়িত নয়। জমি নিয়ে প্রতিহিংসা ও আসন্ন পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা ঠেকানোর উদ্দেশ্যে প্রতিপক্ষরা এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে জমির মালিক শিরিন বেগমও উপস্থিত হয়ে জানান, তিনি বৈধ কাগজপত্রের মাধ্যমে জমিটি মিজানুর রহমান সেলিমের কাছে বিক্রি করেছেন। বরং যারা তার জমি দীর্ঘ ১৭ বছর ধরে দখলে রেখেছিল, তারাই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন,অপপ্রচারের বিরুদ্ধে,হাজীগঞ্জে বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত