ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বরখাস্তের প্রতিবাদে সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি

বরখাস্তের প্রতিবাদে সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্তসহ দেশের বিভিন্ন স্থানে সংযুক্ত করার প্রতিবাদে এবং সমিতি ঘোষিত চার দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিকেল ৫টা থেকে গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন।

লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তারা গ্রাহকদের জন্য নিম্নমানের মালামাল ক্রয়ের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন। তাদের স্বেচ্ছাচারী আচরণের কারণে স্বাভাবিক কর্মপরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। গত দুই মাসে সাতজন লাইনক্রু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, যা নজিরবিহীন।

গত এক বছরে চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে ১৮ জন লাইনক্রু ও অন্যান্য পদে ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত কাজের চাপ ও অনিরাপদ পরিবেশে মারা গেছেন।

তিনি আরও জানান, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং আরইবি ও পিবিএস সংস্কারের দাবিতে আন্দোলন চলছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। এরই মধ্যে সহকর্মীদের চাকরিচ্যুত, বরখাস্ত ও মামলার শিকার হতে হয়েছে। আন্দোলন চলাকালে সরকার কমিটি গঠন করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। উল্টো একের পর এক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত ও বদলি করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ১৭ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সাতক্ষীরা সমিতির চার কর্মকর্তাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত ও দেশের বিভিন্ন স্থানে সংযুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে শুক্রবার থেকে গণছুটির ঘোষণা দেওয়া হলো। এ অবস্থায় সমিতির যাবতীয় দায়িত্ব জেনারেল ম্যানেজারের ওপর ন্যস্ত থাকবে এবং গ্রাহকসেবা ব্যাহত হলে তার দায়ভার জি এম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-২ সাইফুল ইসলাম, এলটি জাকির হোসেন, এমআরসিএজ মাহবুবুর রহমানসহ সমিতির অসংখ্য কর্মকর্তা-কর্মচারী।

কর্মবিরতি,পল্লী বিদ্যুৎ কর্মী,সাতক্ষীরা,বরখাস্তের প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত