ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অষ্টগ্রাম থেকে মিঠামইনের উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক রাকিব ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই আরোহী আহত হন।

নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি রুহুল আমিন।

আহত ২,নিহত ১,মোটরসাইকেলের নিয়ন্ত্রণ,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত