
দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণ থাকুক সবার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে পাথরঘাটা উপজেলায় এই ব্যতিক্রমী আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ। শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছ লাগানো হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
কর্মসূচিতে বদিউজ্জামান সাহেদ বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার বলেন, 'ব্যক্তিগত উদ্যোগে বদিউজ্জামান সাহেদ স্বাস্থ্য কমপ্লেক্সে এ আয়োজন করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগেও তিনি এই কমপ্লেক্সের সমস্যার সমাধানে শুধু পাথরঘাটায়ই নয় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনসহ নানা উদ্যোগ নিয়েছেন যা বিভিন্ন গণমাধ্যমে ঢালাও ভাবে প্রচার করেছে তিনি একজন সামাজিক ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করায় বিষয়টিতে অন্যান্যরা উৎসাহিত হবেন,সাহেদ তাদের দৃষ্টান্ত হয়ে থাকবেন।'