ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান

বোয়ালমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন সড়ক-আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বহনের ক্ষেত্রে নছিমন, ভটভটি ও ট্রলির ব্যবহার এখন হরহামেশায় দেখা মিলছে। এসব যানবাহনের উচ্চ শব্দে অতিষ্ঠ উপজেলাবাসী। এছাড়াও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন কোনো ব্যবস্থা।এতে ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা। প্রশাসনের কাছে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীরা।

সরেজমিনে দেখা যায়, বোয়ালমারীর বিভিন্ন সড়কে বিনা বাধায় চলছে চার্জার অটো ভ্যান,ড্রাম ট্রাক, নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা। এসব বাহনের অনেকটিতেই নেই ঠিকঠাক ব্রেক, সিগন্যাল লাইট, লুকিং গ্লাস। এ কারণে বিপাকে পড়েন বাস-ট্রাকের চালকেরা। এসব যানবাহন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনো মাঝসড়ক দিয়ে, আবার কখনো উল্টোপথে চলাচল করছে। ফলে সড়কের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

বোয়ালমারী সড়কে চলাচলরত কয়েকজন থ্রীহুলার চালকের সাথে কথা বলে জানা যায়, পুলিশ এখন তেমন গাড়ি ধরে না তাই সড়কে নির্বিঘ্নে চলাচল করছি। কোথাও কোনো বাঁধা পায় না। নেই কোনো হয়রানি।

বোয়ালমারী চৌরাস্তায় সামনে বাস চালক আব্বাস শেখের সাথে হলে তিনি বলেন, সড়কে অবৈধ যানবাহন চালকরা নিয়ম না বুঝে চালানোর কারণে বাস চালকদের অসুবিধা হয়। অনেক সময় তাদের ভুলের কারণে বড় দুর্ঘটনাও ঘটে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে এম ইজাজুল করিম মঞ্জু বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক- আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিনিয়ত মাটি, বালু ও ইটবাহী ডাম্পার, ট্রাক্টর, শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি চলছে। মাটি, ইট ও বালুবাহী অতিরিক্ত ওজনের এসব গাড়ির কারণে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে যাচ্ছে। সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনদুর্ভোগ। ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই।

অবৈধ যান,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত