
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, মব সন্ত্রাসের এই সময় যদি মবকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে আসন্ন নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে একটি সুস্থ নির্বাচন। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি কাজে না লাগে, শত শত পুলিশের সামনে যদি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়, পার্টি অফিসে হামলা হয, লোককে দিনে দুপুরে পিটিয়ে মারা হয়, মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়, দিবালোকে মুক্তিযোদ্ধাদের হেনস্তা করা হয়, মুক্তিযোদ্ধাদের পিছনে হাত করা লাগিয়ে জেলে পাঠানো হয়, তাহলে দেশ কোথায়। দেশের এই অবস্থা নিয়ে আগামী নির্বাচন করার সম্ভব কি না আমার প্রশ্ন বর্তমান সরকারের কাছে।
তিনি বলেন, আমরা রংপুরের মানুষ আমরা জাতীয় পার্টিকে গণমানুষে দল মনে করি। রংপুরে জাতীয় পার্টির যে সম্মান, সেই সম্মান ধরে রাখার জন্য আমাদের জীবন বাজি রেখে হলেও সেই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা বলেন, আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা ক্লিন ইমেজের কোন ব্যক্তি যদি জাতীয় পার্টিতে যোগদান করে নির্বাচন করতে চায়, দল তাকে স্বাগত জানাবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়সির এর সঞ্চালনা রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টাও নীলফামারী জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুলফিকার হোসেন, দিনাজপুর, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জেলার সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, গাইবান্ধা- সভাপতি সারোয়ার হোসেন শাহিন, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক রেজাুর রাজি স্বপন চৌধুরী, লারমনিরহাট- সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন, রংপুর মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি জাহেদুল ইসলাম,সহ-সভাপতি হাসানুজামান নাজিম, রংপুর সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্না, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনিছুর রহমান আনিস, কুড়িগ্রাম জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হৃদয়, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সোবহান ও সুন্দরগঞ্জ সাধারণ সম্পাদক মান্নান মন্ডল প্রমুখ।