
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিষয়ক প্রভাষক দ্বীন ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
পুলিশ গতকাল শনিবার দিবাগত রাতে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফজলু মিয়া (২২), হোসেনপুর পৌর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে আইসিটি প্রভাষক দ্বীন ইসলামের বাক বিতণ্ডা হয়।
এরপর প্রভাষক দ্বীন ইসলাম কলেজ থেকে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন।
ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা, এসিল্যান্ড মোহসী মাসনাদ ও অফিসার ইনচার্জ মারুফ হোসেন পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, ফলে পরিস্থিতি শান্ত হয়।
অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, দ্বীন ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। হামলার সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।