ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে রোববার (৭ সেপ্টেম্বর) চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, ‘রোকনুজ্জামান ভাই যে মানুষের কল্যাণে এভাবে কাজ করেন, তা স্বচক্ষে না দেখলে বোঝা যেত না। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করে।’

শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। তিনি রোকনুজ্জামান রোকনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ‘যিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তিনিই সমাজের মানুষের দর্পণ।’

হাজী লোকমান পাবলিক স্কুল ও চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান শিবির পরিচালনা করেন। অনুষ্ঠানে কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির চারজন চিকিৎসক প্রায় ১৫ শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

শিবিরে স্থানীয় সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে চাঁদপুরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা হলো।

শিবির উদ্বোধন,হাসপাতালে চক্ষু চিকিৎসা,চাঁদপুরজমিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত