ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নও মুসলিম বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিবারে শোক

সিরাজগঞ্জে নও মুসলিম বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিবারে শোক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকড়া গ্রামে নও মুসলিম বৃদ্ধ মুকুল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল একই এলাকার ঘুরকা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি কে.এম. মাসুদ রানা জানান, নিহত ব্যক্তি প্রায় দুই যুগ আগে মুসলিম ধর্ম গ্রহণ করে পূর্ব পাইকড়া গ্রামের গোলকজানকে বিয়ে করেছিলেন। গোলকজানের আগের পক্ষের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

শনিবার দুপুরে মুকুলের মৃত্যুর বিষয়টি প্রথমে মাইকিংয়ের মাধ্যমে এলাকায় জানানো হয়। লাশের গোসলের সময় স্থানীয়রা তার গলায় দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরিবারের দাবি, মুকুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবারে শোক,বৃদ্ধের মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত