
চাঁদপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আনন্দঘন আয়োজনের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। বিশ্বনবী ও মানবতার দূত হযরত মোহাম্মদ (সা:) এর শুভ জন্মদিনকে স্মরণ করে এই আয়োজনের মধ্যে মিলাদ, দোয়া এবং বিভিন্ন প্রকার মিষ্টান্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব চাঁদপুর কোট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে অনুষ্ঠান শুরু হয়।
চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদারের সভাপতিত্বে এবং শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম হাবিব উল্যাহ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও চাঁদপুর বড় স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, চাঁদপুর জজ কোটের অ্যাডভোকেট রইছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি শাহনুর বেপারী শানুসহ অনেকে।
বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত প্রায় ৫ শতাধিক পথচারীর মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি বিতরণ করা হয়। মিলাদ ও দোয়ার মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক ও কর্মচারী দল সমাজের সকল স্তরের মানুষের মাঝে মানবতার বার্তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছে।