
‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৯টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটী বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ফরিদের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাবেক সভাপতি আলাউদ্দিন হিরা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এসময় আরও বক্তব্য রাখেন বাচ্চু মিয়া, তাজুল ইসলাম, আসাব গণি, এখলাছ মিয়া, মাহফুজ মিয়া, ওমর খান সানি প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে।
একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ ও সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে।