ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগ

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনিয়মের শৃঙ্খলা নেই। সড়ক দুর্ঘটনায় আহত, গর্ভবতী নারী ও শিশুসহ বিভিন্ন মুমূর্ষু রোগী জরুরি সেবা নিতে হাসপাতালে গেলেও দায়সারা চিকিৎসা পাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া একজন চায়ের দোকানী হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বে চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মুফাজ্জল সকাল থেকে দুপুর পর্যন্ত চা বিক্রি করেন। এরপর বিকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। জটিল রোগীরও চিকিৎসা দেওয়ার দৃশ্য পাওয়া গেছে।

উপজেলার শর্শি গ্রামের বাসিন্দা আব্দুল মনসুর মিয়া বলেন, ‘আমার ছেলে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে আসলে এই মুফাজ্জল তার গলায় সেলাই করে দিল। আমরা তো কিছুই জানি না। এমন জটিল চিকিৎসা চায়ের দোকানদার যদি দেয়, তাহলে মানুষ ভয়ে হাসপাতালেও আসবে না।’

চিকিৎসক সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। অভিযোগ রয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে বহিরাগত দুই সেচ্ছাসেবক নিয়োগ দিয়ে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, ফ্রি সার্ভিসের আড়ালে প্রাইভেট হাসপাতালে রেফার করা হচ্ছে এবং বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার কমিশন নেওয়া হচ্ছে।

চায়ের দোকানী মুফাজ্জলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদ হোসেইন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি, কতজন স্টাফ আছে এ বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখব।’

চিকিৎসা দেওয়ার অভিযোগ,প্রাতিষ্ঠানিক শিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত