ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাগুনীপাড়া অংকুর ক্লাবের নতুন কমিটি গঠন

বাগুনীপাড়া অংকুর ক্লাবের নতুন কমিটি গঠন

হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শায়েস্তাগঞ্জ বাগুনীপাড়া অংকুর ক্লাবের নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্লাব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

শুধুমাত্র সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯৩ ভোট পেয়ে মো. রায়েল তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নাসিরুদ্দিন শাহ সাগর পান ৩৯ ভোট।

অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মহিবুর রহমান মাসুক, সাধারণ সম্পাদক পদে পুনরায় শামছুল আলম রিপন, সহ-সভাপতি পদে মো. লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরে আলম মামুন এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. লায়েছ মিয়া নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি গঠন,অংকুর ক্লাব,বাগুনীপাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত