
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন মানব চৌধুরী (৪০)। রবিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। স্ত্রী ও সন্তানদের নিয়ে কাঁচপুর মধ্যপাড়া গ্রামে শেখ ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানব চৌধুরীর শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্ত্রী বাচা চৌধুরী (৪৫ শতাংশ), মেয়ে তিন্নি (২২ শতাংশ), মুন্নি (২৮ শতাংশ) ও মৌরি (৩৬ শতাংশ) এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মানব চৌধুরীসহ তার স্ত্রী ও তিন কন্যা দগ্ধ হন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, মানব চৌধুরীর মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।