
সিরাজগঞ্জে র্যাব সদস্যদের দেখে ফুলজোড় নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মাদক কারবারি শাওন রেজার (২৩) মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের নুরুল মন্ডলের ছেলে।
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার সন্ধ্যায় ওই গ্রামে র্যাব-১২’র গোয়েন্দা ইউনিটের সদস্যরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে যান। এ সময় সে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে বাড়ির অদূরে ওই নদীতে ঝাঁপ দিলে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং সোমবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে ইতিপূর্বে সংশ্লিষ্ট থানায় মাদকের মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।