
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
এদিন বিকাল ৪টায় ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হবে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পৌর মহিলা দলনেত্রী শামিমা আরা সাথির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, মেনেকা পারভীন জলি, রিজিয়া সুলতানা রিংকি ও সুলতানা পারভীন মিষ্টি।
বক্তারা বলেন, ‘১৯৭৮ সালের (৯ সেপ্টেম্বর) বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেত্রীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের ক্রান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারিতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি।’
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মহিলা দলের কোনো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে দেননি। তিন থেকে চারজন একত্রিত হলে ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। আমরা শান্তিতে সকল রাজনৈতিক অনুষ্ঠান করতে পারছি।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামনুর রশীদ নান্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম রিপন, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল ইকবাল জুয়েল, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. কামরুন্নাহার মুক্তা, যুবদল নেতা মিঠুন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুমন আলী, ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, মহিলা দলের হামিদা খাতুন, আলেয়া খাতুন, রওশন আরা বেগম, স্মৃতি খাতুন, মোছা. ফাতেমা খাতুন, বীথি খাতুন প্রমুখ।