
ডেভিল হান্ট অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. দিলকুশ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
তিনি উপজেলার শৈলজুড়া গ্রামের মৃত সৈয়দ বক্সের ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
এর আগে, সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলায় মো. দিলকুশ মিয়াকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।