ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘আদিবাসী শব্দ সংবিধানবিরোধী, কমিশনের প্রতিবেদনে বাদ দিতে হবে’

‘আদিবাসী শব্দ সংবিধানবিরোধী, কমিশনের প্রতিবেদনে বাদ দিতে হবে’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সচেতন ছাত্র-জনতা রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, বরং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বা উপজাতি রয়েছে। তারপরও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ১১৩, ১৪৬, ১৪৭ ও ১৪৮ নম্বর পাতায় ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা গভীর ষড়যন্ত্রের অংশ।

বক্তারা অভিযোগ করেন, কিছু উপজাতীয় কুচক্রী মহল ও সমতলের বাম ঘরানার সংগঠন দীর্ঘদিন ধরে আদিবাসী স্বীকৃতির নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের দাবি, প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দের পরিবর্তে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/উপজাতি’ শব্দ ব্যবহার করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।

প্রধান অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান এবং প্রধান বক্তা ছিলেন সম-অধিকার আন্দোলনের আহ্বায়ক কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ বহাল থাকলে সচেতন ছাত্র-জনতা তিন পার্বত্য জেলাকে অচল করে দেওয়ার আন্দোলনে নামবে।

কমিশনের প্রতিবেদন,আদিবাসী শব্দ,সংবিধানবিরোধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত