ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে কুষ্ঠ রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে কুষ্ঠ রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ শহরের সমাজসেবা অফিসের হল রুমে বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী সমাজ ও সিভিল সোসাইটি (সিএসও) প্রতিনিধিদের নিয়ে কুষ্ঠ রোগ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী।

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাজাউল বারী।

কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (টিএলএমআইবি) শিল্পী বৈরাগীর সঞ্চালনায় এবং সম্পা বৈরাগীর সার্বিক পরিচালনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার (বিআরবিএল-সিবিআর প্রকল্প) লাভলী প্রভাতী ম্রং।

সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ ও সিএসও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ব্যবসায়ী সমাজ ও সিএসও প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া কুষ্ঠু রোগী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কুষ্ঠ রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা উপর গুরুত্ব আরোপ করা হয়।

‘উন্নত জীবনের জন্য স্থিতিস্থাপকতা তৈরি (BRBL)’ প্রকল্পের সহযোগিতায় এবং ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সহযোগিতা প্রদান করে সুইস কনফেডারেশন, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC), ইন্টারঅ্যাকশন, কুষ্ঠরোগ মিশন সুইজারল্যান্ড এবং কুষ্ঠরোগ মিশন বাংলাদেশ।

মতবিনিময় সভা,কুষ্ঠ রোগ প্রতিরোধ,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত