
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভায় জানানো হয় এই বছর জেলায় ৯৮০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, এই জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর কোন চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামণ্ডপগুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, থাকবে বিজিবি ও র্যাব এর টহল দল।
এছাড়া সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ৪৬ বিজিবির উপ অধিনায়ক মেজর সৈয়দ সৈয়দ ইসতিয়াক আহমদ মোর্শেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহফুজ বন্ধন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এন এস আই উপপরিচালক মো. কবির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জামায়াত ইসলামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহেদ আলী,প্রেসক্লাবের সদস্য সচিব বকশী ইকবাল আহমদ প্রমুখ।
সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার পূজা মণ্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।