ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎এতে উপস্থিত ছিলেন, ‎নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান , সদর উপজেলা ইউএনও তাছলিমা শিরিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ, যুগ্মআহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগ বিএনপি আহ্বায়ক এড সাখাওত হোসেন খান, মহানগর সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, এছাড়াও বিভিন্ন থানা ও জেলা পর্যায় পূজা কমিটির সভাপতি সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনের সঞ্চালনায় সভায় পূজা কমিটি সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

পরে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবটি নতুন নয় এটি শত বৎসরে একটি উৎসব। শারদীয় উৎসবটি এর আগেও পলিত হয়েছে আগামীতেও হবে। এটি নির্ভর করবে এই উৎসবটিকে কিভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি । কতটা সুন্দোর্য তুলে ধরতে পেরেছি। আমরা এটি যতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এটাই আমাদের সার্থকতা। এর আগে যারা করেছে সেটা তাদের সার্থকতা বা ব্যর্থতা। আমরা আমাদের সার্থকতা ফুটিয়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন করবো। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবটি শেষ পর্যন্ত সফলতার সাথে শেষ করাই সার্থকতা। এই আয়োজনে প্রতিটি ধাপ সতর্কতার সাথে সুন্দরভাবে করতে পারি তার জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে দায়িত্বপালন করতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে।

আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে সভায় যে বিষয় গুলো উঠেছে তার মধ্যে ঘাট, বিদুৎ, সামগ্রিক বিষয় এর সাথে সকল সংশ্লিষ্ট একটি আলাদা আলাদা একটি কমিটি গঠন হবে এবং ২২০টি মণ্ডপের নাম্বার নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। আমাদের একটি পেইজে সকল বিষয় তুলে ধরা হবে।

এছাড়াও পূজা অনুষ্ঠানের ঐতিহ্য তুলে ধরে ডিসি বলে, পূজার সময় আরতি করা হয়, সেই সৌন্দর্য আমরা দেখতে চাই। অনেক সময় দেখা যায় আরতির সময় একটি অন্য ধরনে মিউজিক (সঙ্গীত) চলে আসছে আমরা সেই সৌন্দর্য দেখতে চাই। আপনাদের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এটি যেন হারিয়ে না যায়।

দুর্গাপূজা,প্রস্তুতিমূলক সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত