ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহেশখালীর গহিন পাহাড়ে বিশেষ অভিযান: ১০ অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশখালীর গহিন পাহাড়ে বিশেষ অভিযান: ১০ অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অভিযানে সন্ত্রাসীদের ৫টি আস্তানার টংঘর গুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

তিনি জানান, অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

লে. কর্নেল কামরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মহেশখালীর গহিন পাহাড়ে আস্তানা গড়ে তুলে ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ কর্ম করে আসছে। বুধবার মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মহেশখালীর গহিন পাহাড়ে র‌্যাবের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়,বিশেষ অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত