ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উচ্ছেদের গুজব, উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাঁধার মুখে প্রশাসন

উচ্ছেদের গুজব, উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাঁধার মুখে প্রশাসন

দেশের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে পুনর্বাসনের জন্য জলবায়ু উদ্বাস্তুদের প্রকৃত তালিকা করতে গিয়ে উচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার পর বাঁধার মুখে পড়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ তালিকা করতে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, সমিতি পাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য তালিকাটি করা হচ্ছে তাই এলাকার বাসিন্দারা বাঁধা দিচ্ছেন। সকাল থেকে সমিতি পাড়ার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ করে এর প্রতিবাদ জানাচ্ছেন। পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদ বলেন, সমিতি পাড়ার কিছু লোকজন বাসস্থানের সমস্যার কথা বলতে কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু তাই দ্রুত সময়ের মধ্যে যেন তাদরকে পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে উঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দ দিতে গেলে সরকারি কিছু নিয়ম রয়েছে, তার একটি হচ্ছে আগে তালিকা তৈরি করতে হবে। তারই প্রেক্ষিতে আজকে প্রশাসনের একটি দল তালিকা করতে সমিতি পাড়ায় গেলে স্থানীয় লোকজন তাদেরকে বাঁধা দেয়।

উচ্ছেদ,গুজব,বাঁধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত