ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে ৪ ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা

বীরগঞ্জে ৪ ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা

‘আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

তিনি বলেন, ইউনিয়নগুলোকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৪টি ইউনিয়নে ১৯ হাজার ১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল, সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ।

ইউনিয়ন,বাল্যবিবাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত