
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে 'তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫' ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মানিকগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা বিজয় লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)। তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের উৎসাহিত করেন।
উদ্বোধনী ম্যাচটিতে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। টানটান উত্তেজনার এই খেলায় শেষ পর্যন্ত মানিকগঞ্জকে এক গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা জয় নিশ্চিত করে।
খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
পুরস্কার বিতরণের সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব) বলেন, "খুবই ভালো খেলা হয়েছে। একটি দল জয়ী হবে এটিই খেলার নিয়ম। যারা জয়ী হয়েছে তাদের অভিনন্দন। যারা জিততে পারেনি, তাদেরকে সাধুবাদ জানাই। তারা খুবই ভালো খেলা উপহার দিয়েছে। সামনে আরও সুযোগ আছে। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে তারা সামনে যেন আরও ভালো করে।"
তিনি আরও বলেন, "আমার নিজ জেলা মানিকগঞ্জ না। তবুও মানিকগঞ্জ হেরে যাওয়ায় আমার মন খারাপ হয়েছে। সামনে ময়মনসিংহে যখন আমাদের মানিকগঞ্জ খেলবে তখন যেন মানিকগঞ্জ সেখানে জিতে আসতে পারে।"
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা পিয়াংকা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।