
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চৌহালী উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ভাঙন ঠেকাতে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সপ্তাহে চৌহালীর ওই যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৫০ মিটার নদী গর্ভে ধসে যায়। এ ধস নিয়ে চৌহালীবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।উপজেলা নির্বাহী অফিসার ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেন। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনের পরদিন জরুরি ভিত্তিতে ওই বাঁধের ভাঙন ঠেকাতে নৌকা থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেন।
উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় এ বাঁধ রক্ষা কাজের শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ভাঙন রোধে তদারকি কাজে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তদারকি করছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হুসাইন আলোকিত বাংলাদেশকে বলেন, চৌহালীর ভাঙন ঠেকাতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়। এ স্রোতের কারণে ওই বাঁধের তলদেশ থেকে মাটি সরে যায়। এ কারণেই বাঁধ এলাকার প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে যমুনা নদীর পানি এখন কমতে থাকায় চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, চরাঞ্চলে ভাঙন নতুন কিছু নয়। এ অঞ্চলের মানুষের ভাঙ্গা গড়াই জীবন।