ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের ট্রেনিং

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের ট্রেনিং

মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জের আয়োজনে এ কর্মশালা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাধারণ সুইপার ও নির্মাণ শ্রমিকরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে চলে এ কার্যক্রম। প্রশিক্ষণ চলাকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে পাঁচটি ভিন্ন কৌশল শিখিয়ে দেন।

এছাড়া বাসাবাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় কী ধরনের সুরক্ষা নীতি মেনে চলতে হবে এবং দুর্ঘটনা এড়াতে কীভাবে সতর্ক থাকতে হবে তা সরাসরি প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া শ্রমিক ও সুইপাররা জানান, এ উদ্যোগ তাদের দৈনন্দিন কাজে সচেতনতা বাড়াতে এবং নিজেদের নিরাপদ রাখতে সহায়ক হবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, সামান্য অসতর্কতার কারণে সেপটিক ট্যাংক বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। নিয়ম মেনে কাজ করলে এসব দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

“দুর্ঘটনা-দুর্যোগে, সবার পাশে সবার আগে” এ স্লোগানকে সামনে রেখে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

এর আগে, ৩১ আগস্ট মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় একটি নির্মাণাধীন দ্বিতল আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।

সেপটিক ট্যাংক,ফায়ার সার্ভিস,ট্রেনিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত