
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আলদি বাজার এলাকায় কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক। এ সময় তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রফিক বেপারী, জিল্লুর রহমান গাজী, হাবিবুর রহমান গাজী, হাজী খোরশেদ আলম গাজী, হাজী আব্দুল হক মাদবর, মহসিন বেপারী, রনি গাজী, মুন্না গাজী, বাবুল মাস্টার, আতাউর রহমান খান, আলম বেপারী, মোজাম্মেল শেখ, জুলহাস মুন্সী, জাহাঙ্গীর সরকার ও হামিদ গাজী প্রমুখ।
এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।