ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া ও শাওন মিয়া। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি পিস্তলের গুলি, ১টি শর্টগানের গুলি, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, শান্তি প্রতিষ্ঠিত হবে।

স্থানীয়রা জানান, রাসেল, রাজন ও শাওনের কারণে মুড়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ভয়ের পরিবেশ বিরাজ করছিল। তারা নিয়মিত মাদক ব্যবসা চালাত এবং প্রতিপক্ষকে দমাতে অস্ত্র ব্যবহার করত।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর বিশেষ অভিযানে মুড়াপাড়া এলাকায় রাসেল, রাজন ও শাওন নামে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।’

গ্রেপ্তার,৩ শীর্ষ সন্ত্রাসী,অস্ত্র ও মাদকসহ,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত