
মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক মাঝবয়সী পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের কালিগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উজানের স্রোতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত ও উদ্ধারের কাজ শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘লাশ শনাক্তের জন্য পিবিআই, সিআইডি এবং র্যাবের যৌথ দল কাজ করছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি তিন থেকে চার দিন আগের। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’