
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্টের চেতনায় এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে হবে।
শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
জাতীয় প্রেসক্লাব সভাপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শর্তে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রত্যেকটি সংবাদ ক্রসচেক করে বাস্তব তথ্য উপস্থাপনের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
কক্সবাজারকে একটি অনন্য ও সম্ভাবনাময় স্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা এবং পর্যটন শিল্পের বিকাশ তুলে ধরতে জাতীয় প্রেসক্লাব ও কক্সবাজার প্রেসক্লাব যৌথভাবে কাজ করবে।’
অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, হলুদ সাংবাদিকতা হলো তথ্য সন্ত্রাস। তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা সাংবাদিকদের মর্যাদাকে ম্লান করেছে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে সাংবাদিকতাকে পুঁজি করে নানা অপকর্ম চালিয়েছে। এতদিন সাংবাদিকতা ছিল না, ছিল শুধু ফ্যাসিস্টদের বন্দনা। আমরা সাংবাদিকতায় পেটডগ হতে চাই না, হতে চাই ওয়াচডগ, যা দেশের কল্যাণে ভূমিকা রাখবে।’
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বিএফইউজে সভাপতি এ কে এম মহসিন, মো. মোমিন হোসেন, জাহিদুল ইসলাম রনি, শাহনাজ পলি, মাসুমুর রহমান খলিলি, সিনিয়র সদস্য শাহাবুদ্দীন সিকদার, কামরুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ অনেকে।