ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘আ. লীগের মন্ত্রী-এমপিরা পালিয়ে গেলেও তাদের ‘বীজ’ রেখে গেছে’

‘আ. লীগের মন্ত্রী-এমপিরা পালিয়ে গেলেও তাদের ‘বীজ’ রেখে গেছে’

আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছাড়লেও তাদের সমর্থকরা (বীজ) দেশে থেকে গেছে এবং সেই বীজ আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ শুরু করেছে। এ ধরনের মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল তাদের ছত্রছায়ায় সেই বীজকে ব্যবহার করে সমর্থন পাচ্ছে। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। লড়াই কঠিন হবে, কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপি বিজয়ী হবে।’

জি কে গউছ আরও বলেন, দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, তবে যারা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা জাতির মুক্তির রক্ষাকবচ।’

তিনি বলেন, ‘বিএনপি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে। এই নেতৃত্বের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি সমস্ত চক্রান্ত প্রতিহত করতে হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদওয়ান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদস্য আব্দুল মুকিত, বকশী মিসবাহুর রহমান, ফখরুল ইসলাম, মোহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান উপস্থিত ছিলেন।

সম্মেলনের এক অংশে বিএনপির বিগত প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।

‘বীজ’ রেখে গেছে’,আ. লীগের মন্ত্রী-এমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত