
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে “মাদ্রাসা শিক্ষক সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া কনভেনশন হলে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহাজান মাদানী।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান প্রদানের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও দেশপ্রেমের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। মাদ্রাসা শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ড. মাদানী আরও বলেন, মাদ্রাসা শিক্ষকদের সরকারি-বেসরকারি বেতন স্কেলে বৈষম্য দূর করা না হলে শিক্ষাব্যবস্থার ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এজন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিয়ে দেশের গঠনমূলক নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মুফতি আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী, চাঁদপুর জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা মো. ছগীর হোসাইন এবং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন মাওলানা নূর মোহাম্মদ খান। চাঁদপুর জেলার আটটি উপজেলার মাদ্রাসা শিক্ষকেরা সম্মেলনে অংশগ্রহণ করেন।