ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৭ দেশীয় অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৭ দেশীয় অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথবাহিনীর অভিযানে রামদা, ছেনদা ও চাইনিজ কুড়ালসহ দুই ব্যক্তির কাছে থাকা ১৭ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈখর অনির্বাণ ঈদগাহ মাঠে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবু মোল্লাকে ধরতে অভিযান চালানো হয়। এসময় বাবু কৌশলে পালিয়ে যায়।

পরে তার দুই সহযোগী ও অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বৈখর এলাকার কাজল শিকদার (৩৫) এবং নয়াকান্দি এলাকার আবির আহমেদকে (২৭) আটক করে ঘটনাস্থল হতে তল্লাশির মাধ্যমে ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনায় ব্যবহৃত হতো।

সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ জেলার মোতায়েনকৃত সদর সেনা ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যৌথবাহিনী,অস্ত্র উদ্ধার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত