
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাজেদ বাবু ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘সাফল্য তোমাদের, গর্ব আমাদের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপজেলায় সর্বাধিক জিপিএ ৫ অর্জনকারী ৩টি প্রতিষ্ঠানপ্রধানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাজেদ বাবু ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।