ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনা-ঢাকা একটি ট্রেন আগে দেব: রেলপথ সচিব

পাবনা-ঢাকা একটি ট্রেন আগে দেব: রেলপথ সচিব

পাবনার ঈশ্বরদীতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, আমরা চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি না। তবে যত দ্রুত সম্ভব, পাবনা থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন আগে দেব। রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে রূপান্তর করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রেলকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবেই নয়, বরং মালামাল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, “বর্তমানে লোকোমোটিভ ও কোচের স্বল্পতা রয়েছে। এই সংকট কাটাতে ভারত থেকে ২০০টি নতুন কোচ আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাই বগিগুলো এলেই পাবনা-ঢাকা রুটে একটি ট্রেন চালানো শুরু করব।

রেল সচিব বলেন, মালবাহী পরিবহনে গুরুত্ব দিলে শুধু যাত্রীপরিবহন নির্ভরতা কমবে না, বরং রেলের আয়ও বাড়বে। এছাড়া নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে ট্রেন চলাচলের গতি ও মান দুই-ই বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোহাম্মদ রেজওয়ান উর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এমএম রাজিব বিল্লাহ, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদার, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্রেন,রেলপথ সচিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত