ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী স্কুল ও কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) এ বি এম সারোয়ার রাব্বী এবং সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন রণচণ্ডী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রণচণ্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, একাদশ শ্রেণীর ছাত্র রোকনুজ্জামান, দ্বাদশ শ্রেণীর ছাত্র রিফাত হোসেন ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিমা রায়।

প্রধান অতিথি বলেন, কিশোরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীরা তোমরাই এ দেশের কর্ণধার হবে একদিন। তোমাদের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিন্তু কোনোভাবে তোমরা যেন বিপথগামী না হও সে দিকে লক্ষ রাখতে হবে। তোমাদের কোনো সহপাঠী যেন মাদক ও বাল্যবিবাহের কবলে না পড়ে সেজন্য লক্ষ্য রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠিত,কৃতি শিক্ষার্থী,কিশোরগঞ্জে নবীনবরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত