
নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমে প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর আয়োজনে একাডেমিক ভবনের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কোর্স কো-অর্ডিনেটর ও মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ দিদারুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ আইউব মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন প্রশিক্ষক শেফা মনি, রিসালাদ আহমেদ, প্রশিক্ষক মোহাম্মদ আবদুল হাই, মোহাম্মদ আল আমিন, মুকিদুল ইসলাম, উপসহকারী প্রশিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নাজমুল হোসেন, রেহানা আক্তারসহ অভিভাবক ও ছাত্র ছাত্রীসহ আরো অনেকেই।
এ সময় শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে অত্র ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্সের বিভিন্ন দিক ও গুরুত্ব সম্পর্কে আলোচনাসহ পাঠদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি ও গ্রেডিং সিস্টেম এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহারের নিয়মকানুন, ক্যান্টিন ও অন্যান্য আবাসন ব্যবস্থা, শিক্ষা শেষে চাকুরি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।