ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের নুরুল আবছার

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের নুরুল আবছার

যুব ও তরুণ সমাজের উন্নয়ন ও দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মের স্বীকৃতি পেলেন কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় সায়মুন সংসদের সভাপতি নুরুল আবছার সিকদার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারাদেশ থেকে বাছাইকৃত ১২ তরুণের সঙ্গে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি সনদ ও নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নুরুল আবছার সিকদার শহরের আলীর জাঁহাল এলাকার বাসিন্দা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজপতি সামশুল হক সিকদারের ছেলে এবং বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা রুহুল আমিন সিকদারের ছোট ভাই।

তিনি ছোটকাল থেকে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পারিবারিকভাবেও তার সুনাম-সুখ্যাতি রয়েছে। ২০২৪ সালেও তিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেয়েছিলেন।

নুরুল আবছার সিকদার সরকারি এই স্বীকৃতি প্রাপ্তিতে মহান আল্লাহর নিকট শুকরিয়া জানান। সেই সঙ্গে অর্জনটুকু তার গর্বিত পিতা সামশুল হক সিকদারকে উৎসর্গ করেন।

দীর্ঘদিনের সমাজকর্মে যারা নানাভাবে সহযোগিতা করেছেন ও পরামর্শ দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নুরুল আবছার সিকদার। অমৃত্যু মানবসেবা ও সমাজকর্মে নিজেকে নিয়োজিত রাখতে সবার দোয়া কামনা করেছেন তিনি।

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত