ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

নারায়ণগঞ্জে ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪ জন ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

উন্মুক্ত লটারীতে সদর উপজেলার বিসিক ১নং গেইট, শিবু মার্কেট, হাটখোলা মোড় ও পঞ্চবটি মোড় এলাকার বিক্রয় কেন্দ্র নির্ধারিত করা হয়।

লটারি কার্যক্রমে সদর উপজেলার বিসিক ১নং গেইট অঞ্চলে মিনা বেগম, শিবু মার্কেট অঞ্চলে কেএম হারুনুর রশীদ, হাটখোলা মোড় অঞ্চলে জামিলা আক্তার ও পঞ্চবটী মোড় অঞ্চলে শরীফ আহাম্মেদ ওএমএস ডিলার হিসেবে বিজয়ী হয়েছেন।

দুইজন শিশুশিক্ষার্থী হাবিবা এবং ইফা সকলের উপস্থিতিতে নিরপেক্ষভাবে লটারি নাম্বার তোলেন। এর আগে, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ওএমএস খাদ্যশস্য বিক্রি ও ডিলার নির্বাচন কমিটির সভাপতি নাছলিমা শিরিন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলকে আহ্বায়ক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের যাচাই বাছাই কমিটির মাধ্যমে আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই শেষে ৪টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে মোট ১০৮ জন আবেদনকারীকে বৈধ হিসেবে মনোনীত করেন। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে চারজন বৈধ আবেদনকারী ডিলারশীপের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

লটারি চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের কাছে বারবার কোন প্রকার অভিযোগ বা কারো কোন আপত্তি রয়েছে কিনা জানতে চাইলে, কোন আবেদনকারীই কোন অভিযোগ বা আপত্তি তোলেন নাই।

এসময় ইউএনও তাছলিমা শিরিন বলেন, সাধারণ মানুষের মাঝে সরকারি সেবাগুলো সঠিকভাবে পৌঁছাতে সকলে নিজ দায়িত্বে কাজ করবেন। ওএমএস ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তরা জনসাধারণের সেবায় সুনামের সাথে কাজ করবেন প্রত্যাশা করি।

উন্মুক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড (ফতুল্লা) মো. আসাদুজ্জামান নূর, এসিল্যান্ড (সিদ্ধিরগঞ্জ) দেব জানি কর, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এমদাদুল ইসলাম সিকদার, খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।

ওএমএস,ডিলার নিয়োগ,লটারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত