
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলে ব্যতিক্রমভাবে বিলের মাঝে মঞ্চ স্থাপন করে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চারটি ইউনিয়নের মৎস্যজীবী সম্প্রদায়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেন শাহানা সহ অন্যরা।
বক্তারা বলেন, “দেশের প্রাণিজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনা মাছ অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নেও একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। অতিথিরা গুটারবিলে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন এবং পরে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পরে হাঁস খেলা, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।