ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুর উপ‌জেলা বিএনপির সভাপ‌তিকে সাম‌য়িক ব‌হিষ্কার

সখীপুর উপ‌জেলা বিএনপির সভাপ‌তিকে সাম‌য়িক ব‌হিষ্কার

সখীপুর উপ‌জেলা বিএনপির সভাপ‌তি শাহজাহান সাজু‌কে দল থে‌কে সাম‌য়িকভা‌বে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপ‌তি হাসানুজ্জা‌মিল শাহীন ও সাধারণ সম্পাদক এ‌্যাড‌ভো‌কেট ফরহাদ ইকবাল স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

একই প্রেস বিজ্ঞ‌প্তি‌তে দল‌টির উপ‌জেলা ক‌মি‌টির সহ-সভাপ‌তি না‌জিম উ‌দ্দিন মাস্টার‌কে ভারপ্রাপ্ত সভা‌পতির দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপি’র সিদ্ধান্ত অনুযায়ী শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভা‌বে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ব‌্যাপা‌রে শাজাহান সাজু ব‌লেন, এ সংক্রান্ত তি‌নি এখ‌নো কো‌নো চি‌ঠি পান‌নি।

বিএনপি,সভাপ‌তি,সাম‌য়িক ব‌হিষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত