
রাজবাড়ীর গোয়ালন্দে সূফি সাধক নুরুল হক নুরা পাগলার লাশ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর এবং সারা দেশে ওলি-আউলিয়ার মাজার ও দরবার শরিফ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে স্টেশন রোডে এই বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটি আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালাচাঁদ বাবা মাজার শরিফের প্রধান খাদেম রেজাউল করিম চিশতী।
আয়নুল হক মেম্বারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কালাচাঁদ বাবা মাজার শরিফের সভাপতি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, কালাচাঁদ বাবা মাজার শরিফের উপদেষ্টা ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, আবু বক্কর সিদ্দিকী, পীর জয়নাল আবেদীন, পীর হাফিজুর রহমান হাফিজ, খাজা রিপন চিশতী, ডা. ইউসুফ আলী, সাধু আব্দুল শহীদ মেম্বার, বাউল বাবু হোসেন, রজব আলী ভিন্ন বাবা, মাওলানা আশরাফ আলী, খাদেম কমল মন্ডল, আবুল কালাম আজাদ ভাণ্ডারী প্রমুখ।
বক্তারা বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজবাড়ীর গোয়ালন্দে 'ইমান-আকিদা রক্ষা কমিটি'র নামে একদল উগ্রবাদী সন্ত্রাসী নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার শরিফে হামলা চালায়। এমনকি কবর থেকে তার মৃতদেহ তুলে পুড়িয়ে ফেলে। আমরা মনে করি, এই জঘন্য কার্যক্রম কেবল একটি ফৌজদারি অপরাধ নয়, এটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও পরিপন্থি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীতে এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে আর ঘটে, আমরা প্রয়োজনে জীবন বাজি রেখে রাজপথে নামব।’
বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে বিপুল সংখ্যক সুফি সাধক ও বাউল উপস্থিত ছিলেন।