ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে ২ সার বিক্রেতাকে লক্ষাধিক টাকা জরিমানা

শেরপুরে ২ সার বিক্রেতাকে লক্ষাধিক টাকা জরিমানা

শেরপুর সদর উপজেলার কৃষকের সার ও কীটনাশকের মূল্য তদারকিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি এবং লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয়ের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শেরপুর সদর উপজেলার আখের মাহমুদ বাজারে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজ-কে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই বাজারে শিশির এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশক বিক্রেতাকে লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম উপস্থিত ছিলেন। কৃষকের স্বার্থ রক্ষার্থে এ অভিযান চালানো হয়।

জরিমানা,লক্ষাধিক টাকা,২ সার বিক্রেতা,শেরপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত