
চট্টগ্রামের পটিয়া পৌরসদরে অস্ত্রের মুখে মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আরজু (২৫) কে অপহরণ করেছে একদল মুখোশধারী যুবক। অপহৃত আরজু স্থানীয় নুরু মিস্ত্রির ছেলে।
বুধবার সকাল ৮টার দিকে মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সকাল ৯টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আরজু আগে ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরিচ্যুত হওয়ার পর তিনি মুন্সেফ বাজার এলাকায় একটি মুরগির দোকান খোলেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলেন তিনি। সকাল ৮টার দিকে ৫-৬ জন মুখোশধারী অস্ত্রধারী যুবক তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়।
পটিয়া মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, ব্যবসায়ী আরজুকে মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ব্যবসায়ীকে অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।