ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম দেখতে ঈশ্বরদীতে অ. সচিব

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম দেখতে ঈশ্বরদীতে অ. সচিব

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মারমীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রয়।

মঙ্গলবার বিকেলে তিনি মারমীতে বসবাসরত নৃগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের আওতায় দেওয়া গবাদিপশুর বর্তমান অবস্থা দেখেন এবং সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোছা. আকলিমা খাতুন এবং উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. ফারুক হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলায় ৪৭৯টি অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের পরিবার আছে। এরমধ্যে ১২৭ টি পরিবার সুবিধাপ্রাপ্ত হয়েছেন। ১২৭ জন সুফলভোগীদের মধ্যে কেউ বকনা, কেউ ষাঁড় বাছুর, কেউ ভেড়া, কেউ হাঁস এবং কেউ মুরগী পেয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, বাকি পরিবারগুলো ভবিষ্যতে এমন সুবিধার আওতায় আসেন সেই ব্যাপারে অতিরিক্ত সচিব স্যারের কাছে এবং প্রকল্প পরিচালক স্যারের কাছে দাবি (আশা ব্যক্ত) করেছি।

ঈশ্বরদীতে অ. সচিব,জীবনমান উন্নয়ন কার্যক্রম,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত