ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অস্ত্রের মুখে অপহৃত মুরগি ব্যবসায়ী ২ ঘণ্টা পর উদ্ধার

অস্ত্রের মুখে অপহৃত মুরগি ব্যবসায়ী ২ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে অপহৃত এক মুরগি ব্যবসায়ীকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা তাঁকে নির্জন স্থানে নিয়ে ১৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ব্যবসায়ীকে বেদম মারধরও করা হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সেফ বাজারে দোকান খোলার সময় মুখোশধারী ৪–৫ জন সন্ত্রাসী ব্যবসায়ী মোহাম্মদ আরজুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট গ্রামে নিয়ে যায়। সেখানে প্রথমে ১৭ লাখ এবং পরে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

মুক্তিপণের টাকা দিতে না পারায় তার পকেটে থাকা প্রায় ২০ হাজার টাকা নিয়ে তাকে মারধর করে নির্জন একটি মাছের প্রজেক্টে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ আরজু জানান, তিনি আগে ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরি হারিয়ে পটিয়ার মুন্সেফ বাজারে একটি মুরগির দোকান চালু করেন। তিনি স্থানীয় নুরু মিস্ত্রির ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পুলিশের তৎপরতায় ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

২ ঘণ্টা পর উদ্ধার,মুরগি ব্যবসায়ী,অস্ত্রের মুখে অপহৃত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত