ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় শিশু শ্রমমুক্ত ইউনিয়ন গড়তে গোল টেবিল বৈঠক

দেবহাটায় শিশু শ্রমমুক্ত ইউনিয়ন গড়তে গোল টেবিল বৈঠক

দেবহাটায় শিশু শ্রমমুক্ত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে সুশীলনের উদ্যোগে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বৈঠক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক অনুপ কুমার দাস ও তাসলিমা আক্তার, দেবহাটা থানার এএসআই মাহবুব আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের সোহেল মাহমুদ, সাসের প্রতিনিধি আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা।

বক্তারা বলেন, শিশুশ্রমের মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি হতদরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। সর্বোপরি শিশুশ্রম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

গোল টেবিল বৈঠক,শিশু শ্রমমুক্ত ইউনিয়ন,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত