
চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ জানে আলম (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া ২নম্বর ওয়ার্ডের সরকারি আশ্রয়ন প্রকল্পে (আদর্শ গ্রাম) এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে গেলে ভ্যান চালক জানে আলম ৬ বছর বয়সী নাজিমন আকতারকে (ছদ্মনাম) ফুঁসলিয়ে তার নিজের ঘরে নিয়ে যায়। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে ভয়ভীতি দেখিয়ে তাকে তার বসতঘরে ফিরিয়ে দেন।
রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনার বিষয়টি প্রকাশ পায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, মামলা দায়ের পরবর্তী অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।