
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা হলে স্থানীয় প্রায় ২০ হাজার মানুষের যাতায়াত ও জীবনের ঝুঁকি কমবে। গোনারা-দেওবাড়িয়া-নয়াহাটি সংযোগকারী এই রাস্তা সদরের সঙ্গে পানিশ্বর, শাখাইতি ও চুন্টা ইউনিয়নের গ্রামগুলোর একমাত্র যোগাযোগ মাধ্যম।
বর্তমানে কাঁচা রাস্তার বেহাল দশার কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের চলাচল ঝুঁকিপূর্ণ।
দশ বছর আগে কিছু অংশে মাটি ভরাট ও খালের ওপর সেতু নির্মাণ করা হলেও দেড় কিলোমিটার এখনও কাঁচা রয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে কাঁদা-পানিতে পথ পিচ্ছিল হওয়ায় স্থানীয়রা এবং অটোরিকশা চালকরা সীমাহীন ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, রাস্তাটির উন্নয়ন হলে ব্যবসা, কৃষি পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবায় সুবিধা হবে। অতীতে গর্ভকালীন জটিলতার কারণে স্বর্ণালী আক্তার নামে এক গৃহবধূ যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় মৃত্যুবরণ করেছেন।
সরাইল উপজেলা এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী আবদুর রহিম জানান, বর্তমানে রাস্তার ১.৮৫ কিলোমিটার অংশ পাকাকরণ করা হয়েছে। বাকি ১.৬৫ কিলোমিটার কাঁচা অংশ পাকা করার প্রস্তাবনা করা হবে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের সদস্যরাও জানান, অবশিষ্ট দেড় কিলোমিটার পাকা হলে ভোগান্তির অবসান ঘটবে।